ভিডিও দেখে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে
আর্টিকেলের শুরুতেই আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের এই ভিডিও দেখে টাকা ইনকাম
পেমেন্ট বিকাশে আর্টিকেলে আসার জন্য। টাইটেল দেখে মনে করছেন যে এটা কি আদৌ
সম্ভব?
ভিডিও দেখে কি টাকা ইনকাম করা যায়? আমরা বলব হ্যাঁ আপনি খুব সহজেই আপনার হাতে
থাকা মোবাইল ফোন দিয়েই ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন। তাহলে চলুন দেরি না
করে শুরু করা যাক-
পোস্ট সূচিপত্রঃ ভিডিও দেখে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে
- ভিডিও দেখে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে
- ভিডিও দেখে টাকা ইনকাম রিয়েল পেমেন্ট বিকাশে
- ভিডিও দেখে টাকা ইনকামের জন্য বিশ্বস্ত সাইট কোনগুলো?
- ভিডিও দেখার কাজে যে ধরনের নিয়ম কানুন গুলো থাকে
- ভিডিও দেখে ইনকামের জন্য প্লাটফর্ম কিভাবে নির্বাচন
- ভিডিও দেখে টাকা ইনকাম করার সেরা প্লাটফর্ম
- শেষ কথাঃ ভিডিও দেখে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে
ভিডিও দেখে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে
ভিডিও দেখে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে এই আর্টিকেলটি পড়লে আপনি জানতে ও শিখতে
পারবেন যে কিভাবে ভিডিও দেখে ইনকাম করা যায়। বর্তমানে অনেক প্লাটফর্ম রয়েছে
যেখান থেকে সত্যিই টাকা ইনকাম করা সম্ভব। তবে আপনাকে বেছে নিতে হবে সঠিক
বিশ্বাস যোগ্য একটি প্লাটফর্ম। আমরা অনেকেই অনেক ধরনের ভিডিও দেখে কোনো কিছু
যাচাই বাছাই না করেই যে কোনো একটি প্লাটফর্ম বেছে নিয়ে কাজ শুরু করি এবং শেষে
পেমেন্ট না পেয়ে হতাশ হয়ে যান। এই জন্য আপনি যেন আর কোনো ভাবে হতাশ না হন তার
জন্য আমরা আপনার সাথে শেয়ার করব বিশ্বাসযোগ্য প্লাটফর্ম।
তাই জীবনে যদি আপনি সত্যিই কিছু করতে চান তাহলে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ
সহকারে পড়ুন এবং সেই অনুযায়ী কাজ করুন। তাহলে আশা করি আপনি সফলতা পাবেন। বিশ্বে
অনেক বড় বড় কোম্পানি রয়েছে যারা এই ভিডিও কাজের জন্য খুব বড় একটা বিনিয়োগ করে
রাখে। বিশেষ করে অনেক প্রতিষ্ঠান রয়েছে তারা তাদের পণ্য বা সার্ভিস প্রচারের
জন্য বিভিন্ন প্লাটফর্মে বিজ্ঞাপন চালিয়ে থাকে। তাই যারা সেসব প্লাটফর্ম
ব্যবহার করে এড পরিচালনা করে সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেই সমস্ত
প্লাটফর্ম যাচাই বাছাই করে আপনাকে কাজ করতে হবে। আপনাদের সুবিধার জন্য আমরা
চেষ্টা করব কিছু বিশ্বস্ত প্লাটফর্ম শেয়ার করার জন্য।
ভিডিও দেখে টাকা ইনকাম রিয়েল পেমেন্ট বিকাশ
সাধারণত আমাদের টাকা ইনকাম-এর জন্য একটি নির্দিষ্ট সময়, কোনো ব্যক্তি বা
প্রতিষ্ঠানের অধীনে কাজ করতে হয়। বর্তমান ইন্টারনেট এর বহুল ব্যবহার এর জন্য
অবসর সময়ে এরকম অনেক কাজ করতে পারি যা থেকে স্বল্প সময়ের মধ্যে কিছু অর্থ
উপার্জন করা যায়। ভিডিও দেখে টাকা ইনকাম তার মধ্যে অন্যতম। এর জন্য বিভিন্ন
প্ল্যাটফর্ম রয়েছে, যেখান থেকে আমরা প্রতিদিন ৫০ থেকে ২০০ টাকা আয় করতে
পারি।
এছাড়াও অনেক বিদেশী প্লাটফর্ম আছে যেখান থেকে প্রতিদিন ৫০০ টাকা পর্যন্ত আয় করা
যায়। এটা নির্ভর করছে আপনি কোন ধরনের কন্টেন্ট বা ভিডিও দেখছেন, এবং কোন
প্লাটফর্ম এ কাজ করছেন তার উপর। স্বাভাবিকভাবেই কন্টেন্ট এর মান ভালো ও উন্নত
হওয়া উচিত, যে সকল কন্টেন্ট এর মান ভালো ও প্রোচলিত, সেসকল কন্টেন্ট এর পিছে
বিনিয়োগ বেশি থাকে। এসব ভিডিও হতে পারে কোন এক সার্ভে বা গবেষণা প্রসঙ্গে, তবে
সে ক্ষেত্রে দেখা যাবে আপনাকে ভিডিও শেষে কিছু সাধারণ প্রশ্ন এর উত্তর দিতে
হবে।
ভিডিও দেখে টাকা ইনকামের জন্য বিশ্বস্ত সাইট কোনগুলো?
ভিডিও দেখে টাকা ইনকামের জন্য বিশ্বস্ত সাইট কোনগুলো এই প্রশ্নের উত্তর দেওয়ার
আগে আমরা আপনাকে কিছু ইনফরমেশন জানিয়ে রাখি। সেটি হলো আমরা আপনার সাথে যে সমস্ত
সাইট শেয়ার করব সেগুলো মূলত বিশ্বস্ত এবং সেগুলো অনেক দিন যাবৎ পেমেন্ট করে
আসছে। কিন্তু তারপরেও এগুলো প্লাটফর্মে কাজ শুরু করার আগে আপনাকে অবশ্যই নিজে
থেকে যাচাই বাছাই করে নিতে হবে যে প্লাটফর্ম গুলো বিশ্বস্ত কি না, পেমেন্ট করছে
কি না ইত্যাদি। এখন প্রশ্ন হলো এগুলো আমরা কিভবে চেক করব? কিভাবে এই
প্লাটফর্মগুলো যাচাই বাছাই করবেন সেগুলো আমরা এর পরের ধাপে আলোচনা করব।
ভিডিও দেখে টাকা ইনকামের জন্য যে সমস্ত সাইটগুলো রয়েছে সেগুলো হলো-
- Cash Earning App
- Givvy Videos,
- Taka income app
- iRazoo
- swagbucks
- Make Real Money Short Videos
- AdsTube – Earn Watching Ads
- Daily Watch Video Earn
- VidCash app
- Make Real Money Short Videos
- Freecash: Earn Crypto
- Tick: watch to earn
- clipclaps
- Taka Income Pro
- inboxdollars
এগুলো প্লাটফর্মে আপনি চাইলেই আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ভিডিও দেখার কাজ
করতে পারবেন খুব সহজে। সেই সাথে আপনি যদি তাদের নিয়মে মেনে কাজ করতে পারেন
তাহলে আপনি মাস শেষে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আপনার ঘরে বসে। এই
কাজের জন্য আপনার সবথেকে বেশি যেটা দরকার সেটা হলো ধৈর্য। আপনার যদি ধৈর্য না
থাকে তাহলে আপনি এই কাজ করতে পারবেন ঠিকই কিন্তু খুব বেশি টাকা ইনকাম করতে
পারবেন না। তাই কাজ শুরু করার আগে অবশ্যই মন স্থির করে তারপর কাজ শুরু করবেন।
ভিডিও দেখার কাজে যে ধরনের নিয়ম কানুন গুলো থাকে
ভিডিও দেখার কাজে খুব বেশি যে নিয়ম আপনাকে মানতে হবে এমনটা নয়। প্রত্যেকটা
ভিডিওর ক্ষেত্রেই প্রায় একই ধরনের নিয়ম থাকে। আপনি যদি সেই নিয়মগুলো মেনে কাজ
করতে পারেন তাহলে আপনি মাস শেষে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। বিশেষ করে
যারা ছাত্র বা ছাত্রী আছে তাদের জন্য এই ধরনের মাইক্রো সাইট গুলো অনেক
কার্যকরী। এই কাজ করতে হলে আপনাকে প্রথমে একটি কাজ বেছে নিতে হবে তারপর সেই
কাজের মধ্যে প্রবেশ করলে আপনাকে কিছু নিয়ম কানুন দেখাবে।
নিয়ম হলো প্রথমে আপনাকে একটি লিঙ্ক বা কিওয়ার্ড কপি করতে হবে, ইউটিউবে গিয়ে
সেটি পেস্ট করতে হবে, যে থাম্বনেইল দেওয়া থাকবে সেটির সাথে মিল করে ভিডিওটি
খুঁজে বের করতে হবে, ভিডিও খুঁজে পেলে একটা স্ক্রিনশট, ভিডিওর শুরুতে
স্ক্রিনশট, মাঝে স্ক্রিনশট, শেষে স্ক্রিনশট, একটা লাইক, একটা কমেন্ট,
সাবস্ক্রাইব করতে হবে। এবং ভিডিও দেখে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই
ধরনের প্রশ্নই সাধারণত থাকে। এখন এই প্রশ্ন গুলো দেখে মনে করতে পারেন এতগুলো
প্রশ্নের উত্তর কিভাবে দিবেন। এত গুলো প্রশ্নের উত্তর আপনাকে একসাথে দিতে হবে
না। একেকটা কাজে আপনাকে দুই থেকে তিনটা প্রশ্ন করতে পারে। এর বেশি সাধারণত দেয়
না। এবং সবথেকে বড় কথা হলো প্রথম দুই থেকে তিনদিন আপনার একটু কষ্ট বা ঝামেলা
হতে পারে কিন্তু পরে দেখবেন আর কোনো সমস্যা হবে না। আপনি অনায়াসেই এই কাজটি
করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন।
ভিডিও দেখে ইনকামের জন্য প্লাটফর্ম কিভাবে নির্বাচন
ভিডিও দেখে ইনকামের জন্য প্লাটফর্ম নির্বাচন করাটা খুবই জরুরী। আপনি যদি সঠিক
প্লাটফর্ম নির্বাচন করতে না পারেন তাহলে আপনি এই কাজ করে সফলতা অর্জন করতে
পারবেন না। আর এ ধরনের প্লাটফর্মের বিশ্বাসের একটা বড় জায়গা হলো পেমেন্ট মেথড।
অনেক প্লাটফর্ম আছে যেগুলোতে কষ্ট করে কাজ করার পরের পেমেন্ট এর নিশ্চয়তা থাকে
না। যা আমাদের হতাশার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠে। এ ধরনের কাজের পেমেন্ট
এর নিশ্চয়তার জন্য বিশ্বাস যোগ্য প্লাটফর্ম প্রয়োজন। এন্ড্রয়েড এর জন্য গুগল
প্লে স্টোর এ বেশ কিছু ভালো প্ল্যাটফর্ম আছে।
সেগুলোতে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন। তবে যখন আপনি প্লে স্টোরে সার্চ দিবেন
তার আগে অবশ্যই সেটি গুগল ক্রোমে সার্চ দিয়ে দেখবেন যে সেখানে সেই অ্যাপ
সম্পর্কে কিছু আছে কিনা। যদি ওয়েবসাইট পান তাহলে সেখানে প্রবেশ করে দেখুন তাদের
কাজ, তাদের সম্পর্কে, পেমেন্ট এর সম্পর্কে। তাহলে আপনি কিছুটা ধারণা পাবেন।
অনেক অ্যাপ রয়েছে যেগুলো আপনি প্লে স্টোরে পাবেন কিন্তু গুগলে পাবেন না আবার
কিছু অ্যাপ আছে যেগুলো প্লে স্টোরে পাবেন না কিন্তু গুগলে পাবেন। এরকম যখন আপনি
দেখবেন তখন সেগুলো সাইটগুলোকে এড়িয়ে চলবেন। কারণ সেগুলো অনেক সময় স্ক্যাম
করে।
এই ধরনের প্লাটফর্ম নির্বাচন করার জন্য আপনাকে প্রথমে একটি প্লাটফর্ম সিলেক্ট
করতে হবে তারপর সেই ওয়েবসাইটের ডোমেইন নেম কপি করবেন। তারপর গুগলের সার্চবারে
লিখবেন whois তাহলে আপনার সামনে সেই ওয়েবসাইট দেখাবে। সেই ওয়েবসাইটে প্রবেশ
করার পর আপনি যে ডোমেইন নেম কপি করেছিলেন সেটি সেখানে পেস্ট করবেন তাহলে আপনি
সেই ডোমেইন এর সকল ইনফরমেশন দেখতে পাবেন। সেখানে দেখবেন যে ডোমেইনটি কতো বছরের
জন্য রেজিস্ট্রেশন করা হয়েছে। যদি সেটি ৫ বছর বা তার উপরে থাকে তাহলে সেই
প্লাটফর্মে কাজ করবেন।
ভিডিও দেখে টাকা ইনকাম করার সেরা প্লাটফর্ম
ভিডিও দেখে টাকা ইনকাম করার সেরা প্লাটফর্ম গুলোর মধ্যে আমার কাছে Work up Job
এবং Sproutgigs । এই দুটি প্লাটফর্ম আমাদের কাছে বেস্ট মনে হয়েছে। কারণ এই দুটি
প্লাটফর্মে আমরা অনেক দিন যাবৎ কাজ করে আসছি এবং বিশ্বস্ততার সাথে পেমেন্ট
পাচ্ছি। আপনি চাইলে এই দুটি প্লাট ফর্মে নির্দ্বিধায় কাজ করতে পারবেন। এই
প্লাটফর্ম গুলোর মধ্যে work up job হলো বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েবসাইট এবং
Sproutgigs হলো বিদেশি একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনি ভিডিও দেখা থেকে শুরু
করে একাউন্ট তৈরি, ওয়েবসাইট ভিজিট সহ ডাটা এন্ট্রির অনেক কাজ পেয়ে যাবেন।সব
থেকে বড় ব্যাপার হলো এই সাইটে আপনি কাজ করতে চাইলে আপনার অনেক কিছু যে জানতে
হবে এমনটা নয়। সেখানে সকল কাজের নির্দেশনা দেওয়া থাকে।
আরো পড়ুনঃ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো
আপনাকে শুধু সেই নির্দেশনাগুলো মেনে কাজ করতে হবে। বাংলাদেশের ওয়েবসাইট থেকে
আপনি বিকাশ, নগদের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং বিদেশি ওয়েবসাইট থেকে
কয়েনবেস এর মাধ্যমে পেমেন্ট তুলতে পারবেন। এবং আরেকটি বড় সুবিধা হলো আপনি চাইলে
এই কাজটি আপনার মোবাইলের মাদ্ধমেও করতে পারবেন। এই সাইটে কাজ আপনি আপনার
ইচ্ছামত করতে পারবেন এর জন্য কোনো বাঁধা ধরা সময় নেই। আপনার যখন খুশি তখন এই
সাইটে কাজ করবেন। তবে এগুলো সাইটে কাজ করার আগে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে
যে এই সাইটে গ্রুপ ভিত্তিক কোনো কাজ করা যাবে না। যদি করেন তাহলে সেই
ওয়েবসাইটের মালিক পক্ষ আপনার আইডি ব্লক করে দিবে। তখন আপনি আর কাজ করতে পারবেন
না। তাই খুব সতর্কতার সাথে এবং সততার সাথে এই দুটি সাইটে কাজ করতে হবে।
শেষ কথাঃ ভিডিও দেখে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে
ভিডিও দেখে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে আর্টিকেলটি পড়ার পর আশা করি আপনি অনেক
কিছু জানতে ও বুঝতে পেরেছেন। তবে আবারো বলি এই ধরনের প্লাটফর্মে কাজ করার
পূর্বে অবশ্যই সেই প্লাটফর্মের বিশ্বাস যোগ্যতা যাচাই করে নিবেন। তা না হলে
আপনার শুধু কষ্ট করে কাজ করাই হবে কিন্তু সেই কষ্টের মুজুরি আর পাবেন না। আশা
করি বুঝতে পেরেছেন।
আমাদের এই ওয়েবসাইটে আমরা নিয়মিত তথ্য ও প্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য,
ইসলামিক শিক্ষা, ব্যবসা, অনলাইন ইনকাম, জমি জমা ইত্যাদি বিষয় নিয়ে আর্টিকেল
পাবলিশ করে থাকি। আপনি যদি আপনার জীবন পরিবর্তন করতে চান এবং ভবিষ্যতে ভালো
কিছু করতে চান তাহলে আমাদের পিএমড্রিম আইটির সাথেই থাকুন। আমাদের এই আর্টিকেলটি
অনেক ধৈর্য সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
পি এম ড্রিম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url