বাংলাদেশে সস্তায় ভ্রমণ করার জায়গা সমূহ
প্রিয় পাঠক, শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাই আমাদের এই আর্টিকেলে আসার জন্য। আমরা
আজকে আলোচনা করব বাংলাদেশে সস্তায় ভ্রমণ করার জায়গা সমূহ নিয়ে। টাইটেল দেখে
নিশ্চয়ই বুঝতে পারছেন যে টপিকটি কত জাঁকজমক পূর্ণ হতে চলেছে।
আমরা সবাই ঘুরে
বেড়াতে ভালোবাসি। কিন্তু অর্থের স্বল্পতা থাকার কারণে সবার পক্ষে ঘোরাঘুরি
করাটা হয়ে উঠে না। আজকে আমরা তাদের জন্যই মূলত এই পোস্টটি লিখেছি। এই পোস্টটি
পড়লে আপনি অল্প টাকায় কোথায় কোথায় ঘুরতে পারবেন তা জানতে পারবেন। তাহলে চলুন
দেরি না করে শুরু করি-
পোস্ট সূচিপত্রঃ বাংলাদেশে সস্তায় ভ্রমণ করার জায়গা সমূহ
- বাংলাদেশে সস্তায় ভ্রমণ করার জায়গা সমূহ
- বাংলাদেশের দর্শনীয় জায়গা
- ঢাকা থেকে সস্তায় ভ্রমণ করার জায়গা গুলো
- বাংলাদেশে সস্তায় ভ্রমণ করার একটি বিশেষ জায়গা
- বাংলাদেশে সস্তায় কুয়াকাটা সুমুদ্র সৈকত ভ্রমণ করার উপায়
- বান্দরবন জেলার দর্শনীয় স্থান
- রাজশাহী বিভাগের দর্শনীয় জায়গা
- খাগড়াছড়ি টু সাজেক চান্দের গাড়ি ভাড়া
- সিলেট ভ্রমণের জায়গা
- বরিশাল ভ্রমনের স্থান
- রাঙ্গমাটি ভ্রমণের জন্য বেস্ট জায়গা
- শেষ কথাঃ বাংলাদেশে সস্তায় ভ্রমণ করার জায়গা সমূহ
বাংলাদেশে সস্তায় ভ্রমণ করার জায়গা সমূহ
আমাদের বাংলাদেশে বসবাসরত অনেক মানুষ আছে যারা ভ্রমণ পিপাসু। তারা ঘুরতে অনেক
ভালো বাসে। আমাদের এই ছোট্ট বাংলাদেশে অনেক দর্শনীয় জায়গা আছে যেগুলো অতি
সহজে অল্প টাকা দিয়া ঘুরে আসা সম্ভব। বিশেষ করে যারা ঢাকায় থাকে তাদের
জন্য অনেক সুবিধা। তারা চাইলেই কম সময়ের মধ্যেই বাংলাদেশের অনেক জায়গায় ভ্রমণ
করতে পারবে এবং সেটা খুবই কম সময়ে। আপনি চাইলে আপনার পছন্দের জায়গায় যেতে
যানবাহন হিসেবে ব্যবহার করতে পারেন বাস অথবা ট্রেন।
আরো পড়ুনঃ কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ গাইড
তবে আমরা যেহেতু বাংলাদেশে সস্তায় ভ্রমণ করার জায়গা সমূহ নিয়ে আলোচনা করছি তাই
আমরা ট্রেনকে সাজেস্ট করি। কারণ বাসের চেয়ে ট্রেনের ভাড়া কম এবং সময়ও অনেক কম
লাগে। আপনি চাইলে বাসেও যেতে পারেন। তবে বাসে গেলে অনেক সময় জ্যামের মধ্যে পড়লে
আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে অনেক সময় লেগে যায় এবং আমরা মন মতো ঘুরতে পারিনা।
তাই আমরা ট্রেনকেই নিত্য প্রয়োজনীয় যানবাহন হিসেবে ব্যবহার করতে পারি।
বাংলাদেশের দর্শনীয় জায়গা
বাংলাদেশের দর্শনীয় জায়গা অনেকগুলোই রয়েছে। কিন্তু সব জায়গায় আমাদের মতো
মধ্যবিত্ত মানুষের যাওয়া সম্ভব হয়ে উঠে না। তাই আমাদেরকে আমাদের সাধ্যের মধ্য
থেকে সবকিছু করতে হয়। আমরা যারা ঢাকায় থাকি তারা চাইলেই ট্রনে করে আমাদের দেশের
সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র কক্সবাজারে যেতে পারি। এটি শুধু আমাদের দেশেই নয় সারা
বিশ্বের মধ্যে এটি সবথেকে বড় একটি পর্যটন কেন্দ্র। এই জায়গায় আপনি আপনার
সাধ্যের মধ্যে অনেক কিছু করতে পারবেন। তবে সব কিছু করার পূর্বে আপনাকে অবশ্যই
সবসময় সতর্ক থাকতে হবে।
কারণ এই সমস্ত জায়গায় প্রতারণার ভাগ সবসময় বেশি থাকে। আপনি এই কক্সবাজারে খুব
অল্প টাকায় থাকার জন্য ভালো হোটেল পেয়ে যাবেন, অল্প টাকায় খাওয়ার হোটেল পেয়ে
যাবেন। কিন্তু এর জন্য আপনাকে একটু কষ্ট করে হোটেল খুঁজে নিতে হবে। অনেক হোটেল
আছে যেখানে অল্প টাকায় ভালোভাবে থাকার পরিবেশ পাবেন। যারা ঢাকা থেকে কক্সবাজার
যাবেন তাদের ট্রেন ভাড়া বর্তমানে ৬৯০ টাকা এবং যারা ঢাকার বাইরে থেকে যেতে চান
তাদের জন্য একটু বেশি লাগতে পারে। এছাড়াও আরেকটি সুন্দর জায়গা আছে যেখানে যেতে
খুব একটা বেশি টাকার দরকার হয় না। সেটি হলো কুয়াকাটা। কুয়াকাটা গেলেও আপনি এই
কক্সবাজারের মতোই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন।
ঢাকা থেকে সস্তায় ভ্রমণ করার জায়গা গুলো
আমাদের বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। এই ঢাকা বাংলাদেশের প্রায় কেন্দ্রে
অবস্থিত। তাই এখান থেকে চাইলেই বাংলাদেশের প্রায় সব জায়গায় যেতে পারবেন। ঢাকা
থেকে আপনি বাংলাদেশের যেখানেই যান, সবখানেই প্রায় একই খরচে ভ্রমণ করতে পারবেন।
খরচ একটু কম বেশি হতে পারে কিন্তু সব কিছু হিসেব করলে দেখা যাবে গড়ে সব জায়গার
খরচই সমান হবে। আপনি যদি ঢাকার বাসিন্দা হন তাহলে খুব সহজেই আপনি কক্সবাজার,
খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল, কুয়াকাটা, সাজেক, বান্দরবান, রাঙ্গামাটি,পঞ্চগড়
ইত্যাদি জায়গায় যেতে পারবেন।
আরো পড়ুনঃ সাজেক ভ্যালি ভ্রমণ গাইডলাইন
আর আমাদের বাংলাদেশের প্রায় সকল জেলাতেই ঘোরার মতো ভালো জায়গা রয়েছে। যেগুলোতে
গেলে আমাদের মন ভালো হয়ে যায়। শরীরে কাজ করার জন্য আলাদা একটা জোর আসে। আমরা
সকলেই জানি যে ঢাকা যেহেতু বাংলাদেশে মাঝে অবস্থিত তাই সেখান থেকে বাংলাদেশের
সকল জায়গার দূরত্ব প্রায় একই। আপনি ঢাকা থেকে বাংলাদেশের প্রায় সব জায়গায়
ট্রেনে যাতায়াত করতে পারবেন। এবং আপনি যদি আপনার পরিবারের সাথে যান তাহলে আপনার
জন্য এই ট্রেন ভ্রমণই সবথেকে ভালো একটা উপায় হবে বলে আমরা মনে করি।
বাংলাদেশে সস্তায় ভ্রমণ করার একটি বিশেষ জায়গা
বাংলাদেশে সস্তায় ভ্রমণ করার একটি বিশেষ জায়গা হলো সুন্দরবন। এই সুন্দরবনে
বর্তমানে অনেক মানুষের সমাগম হয়। আপনি চাইলেই আপনার বাড়ির কাছের ট্রেন স্টেশন
থেকে টিকিট ক্রয় করে খুলনা চলে যেতে পারবেন এবং সেখান থেকে বাসে ১২০ থেকে ১৫০
টাকা ভাড়া দিয়ে সুন্দরবন চলে যেতে পারবেন। এজন্য আপনার খুব একটা বেশি ভাড়া
লাগবে না। এই সুন্দরবনে গেলে আপনি দেখতে পাবেন অনেক ধরনের গাছপালা বিশেষ করে
গোলপাতা, হোগলাপাতা, পশুপাখি সহ অনেক ধরনের দৃশ্য। আপনি যদি ঢাকার বাসিন্দা হয়ে
থাকেন তাহলে আপনি একদিনেই এই জায়গা ঘুরে আস্তে পারবেন। আর যদি ঢাকার বাইরে হোন
তাহলে আপনার যেতে একটু বেশিই সময় লাগতে পারে। এইজন্য কোনো জায়গায় যাওয়ার আগে
অবশ্যই আপনাকে সব কিছু সম্পর্কে ধারণা নিয়ে তারপর যেতে হবে।
বাংলাদেশে সস্তায় কুয়াকাটা সুমুদ্র সৈকত ভ্রমণ করার উপায়
বাংলাদেশে সস্তায় কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ করতে পারবেন। এখানে আপনি অনেক
সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন। এই কুয়াকাটা সমুদ্র সুন্দরবনের পাশেই
অবস্থিত। তাই আপনি চাইলে এই দুই স্থান একসাথে ভ্রমণ করতে পারবেন। যারা ঢাকা
থেকে কুয়াকাটা আসতে চান তাদের সময় লাগবে ৮ ঘন্টা। কুয়াকাটাতে সবথেকে সুন্দর
দৃশ্য হলো সূর্যদয় এবং সূর্যাস্ত। এই দৃশ্য দেখার জন্য অনেক মানুষ এই কুয়াকাটা
সমুদ্র সৈকতে এসে থাকে। এই কুয়াকাটা সমুদ্র সৈকতকে বাংলাদেশের সমুদ্র কন্যা বলা
হয় যা আমাদের দেশের পটুয়াখালী জেলায় অবস্থিত।
বান্দরবন জেলার দর্শনীয় স্থান
আমরা যারা পাহাড়ের দেশে যেতে পছন্দ করি তারা চাইলেই বান্দরবনে যেতে পারি
বান্দরবনে অনেক পাহাড় রয়েছে। যেগুলো দেখলে মন ভালো হয়ে যায়। এই বান্দরবানে
পাহাড় ছাড়াও অনেক কিছু রয়েছে যা আমরা উপভোগ করতে পারব। বান্দরবন চট্টগ্রাম
জেলার মধ্যে অবস্থিত। চট্টগ্রাম থেকে বান্দরবনের দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার।
এই বান্দরবনে দেখার মতো অনেক জায়গা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য জায়গাগুলো হলো
নিলাচল, নিলগিরি, দেবতাখুম, নাফাখুম, মিরিঞ্জাভেলি ইত্যাদি।
এছাড়াও আপনি এই বান্দরবানে অনেক ঝর্ণা দেখতে পাবেন, অনেক ছোট খাট নদী দেখতে
পাবেন। এই সকল জায়গায় ঘুরতে হলে আপনাকে অবশ্যই ভালো মানের একটা প্রস্তুতি নিয়ে
যেতে হবে। কারণ যদি আমরা এই আর্টিকেলে সস্তায় ভ্রমণ করার জায়গাগুলো নিয়ে কথা
বলছি। কিন্তু এই জায়গাগুলো ভ্রমণ করতে হলে আপনাকে একটু বেশি পরিমাণ টাকা সাথে
রাখতে হবে।
রাজশাহী বিভাগের দর্শনীয় জায়গা
রাজশাহীতে অনেক দর্শনীয় স্থান রয়েছে এবং এই রাজশাহীতে আপনি কম বাজেটের মধ্যে
অনেক জায়গায় ঘুরতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে রাজশাহীতে এসে অটো গাড়িতে
ঘুরতে হবে। আপনি যদি এই রাজশাহীতে রিক্সা নিয়ে ঘুরতে চান তাহলে আপনাকে অনেক
টাকা খরচ করতে হতে পার। রাজশাহীতে দেখার মতো জায়গার মধ্যে উল্লেখযোগ্য হলো-
রাজশাহীর পদ্মার পাড়, চিড়িয়াখানা, বরেন্দ্র যাদুঘর, জিয়া পার্ক, পুঠিয়ার
রাজবাড়ী ইত্যাদি। এই সমস্ত জায়গায় ঘুরতে হলে আপনাকে খুব বেশি যে টাকা খরচ করতে
হবে সেটা না। আপনি খুব কম খরচের মধ্যে রাজশাহী বিভাগের অনেকগুলো জায়গা ভ্রমণ
করতে পারবেন। এছাড়াও এখানে হোটেল খরচ, খাওয়া দাওয়া খরচ তুলনামূলক অনেক কম। তাই
আপনি চাইলেই রাজশাহী ভ্রমণ করতে পারেন।
খাগড়াছড়ি টু সাজেক চান্দের গাড়ি ভাড়া
সাজেক খাগড়াছড়ি জেলাই অবস্তিত। ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে হলে আপনাকে
সায়দাবাদ,আরামবাগ থেকে রাতের বাসে রওনা দিতে হবে । প্রথমে আপানাকে ঢাকা থেকে
রওনা হতে হবে সকালে খাগড়াছড়ি পৌছাবেন। খাগড়াছড়ি থেকে চাদের গাড়ি নিয়ে
সেনাবাহিনি চেকপোস্ট থেকে সকাল ১১ টার দিকে ছাড়বে সাজেকের উদ্দেশে । যাত্রা পথে
আপনি পাহাড়ের অনেক সুন্দর নিদর্শন দেখতে দেখতে যাবেন উঁচু নিচু পাহাড় কি অপরূপ
দৃশ্য ।
সাজেকে পৌছাবেন দুপুর ১ টায় বলে রাখি ঢাকা থেকে খাগড়াছড়ি ভাড়া মাত্র ৭০০ টাকা
আর খাগড়াছড়ি থেকে সাজেক যাবার চাদের গাড়ি ভারা যদি আপনারা ৫ জন তা হলে
মাহিন্দ্রা নিলে ৫৭০০ টাকা তে পেয়ে যাবেন । সাজেকে গিয়ে আপনাকে দুই রুমের হটেল
ভাড়া নিতে হবে যার ভাড়া ৫০০০ থেকে ৬০০০ হবে । সাজেকে আপনি হেলিপেড এ যাবেন
কংলাক পাহাড় যাবেন ভোর বেলার দৃশ মেঘে ঢাকা সাজেক দেখবেন ।
সিলেট ভ্রমণের জায়গা
বাংলাদেশে সস্তায় ভ্রমণ করার জায়গা সমূহের মধ্যে সিলেট হচ্ছে অন্যতম
সুন্দর জায়গা জাফলং, মৌলভী বাজার, চা-বাগান, শ্রীমঙ্গল চা-বাগান, সাদা পাথর, এই
সব গুলো দেখার মত দর্শনীয় স্থান । ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য আপনাকে সায়দাবাদ
থেকে বাস বা ট্রেনে করে সিলেট যেতে হবে । বাস ভাড়া ৭১০ ট্রেন ভাড়া ৪৬০ টাকা
পড়বে, বাস এর তুলনায় ট্রেনে ভাড়া অনেক কম পড়ে ।ট্রেনযোগে যাওয়াটাই ভালো হয় ।
সিলেট থেকে সিএন জি করে জাফলং এবং সাদা পাথর এক দিনে ঘুরে আসা যাবে। সিলেটে শাহ
জালালের মাজার , শাহ পরানের মাজার রয়েছে ।
বরিশাল ভ্রমণ স্থান
বরিশাল থেকে ঢাকা যাবার জন্য আগে লঞ্চ সব থেকে বেশি যাতায়াত করত। এখন
পদ্মা সেতু হওয়াতে বাসে করেই মানুষ বেশি যাতায়াত করছে । লঞ্চে খুব কম সংখ্যক
মানুষ যাতায়াত করে। ঈদ উৎসবে লঞ্চ বা ফেরির চাহিদা বেড়ে যায় তখন অনেক বেসি লঞ্চ
চলাচল করে মানুষের চলাচল করার জন্য । বরিশালে ইলিশ মাছ প্রচুর রপ্তানি হয় সারা
দেশে। Barishal University আশে পাশে দেখার মত রয়েছে দুর্গাসাগর
দিঘি,গুঠিয়া মসজিদ, বিবির পুকুর, জীবনানন্দ দাশের বাড়ি্ ভাসমান পেয়ারা বাজার
ইত্যাদি বরিশালে আর অনেক স্থান রয়েছে যা দেখার মত । বরিশাল যেতে আপনাকে লঞ্চ
অথবা বাস এ যেতে পারবেন। লঞ্চে গেলে ভাড়া ২৫০ টাকা থেকে ১৫০০ টাকা দিয়ে যাওয়া
যাই বাস এ গেলে ৭০০ থেকে ৮০০ ভাড়া গুনতে হবে ।
রাঙ্গমাটি ভ্রমণের জন্য বেস্ট জায়গা
ঢাকা থেকে রাঙ্গামাটি যাবার জন্য আপনাকে বাস করে যেতে হবে । রাঙ্গা মাটি
তে রয়েছে কাপ্তাই হ্রদের সৌন্দর্য আর ঝুলন্তব্রীজ রাঙ্গা মাটিতে অনেক পাহাড়ি
আদিবাসী থাকে। এই খানে অল্প কিছু হোটেল রয়েছে। পাইন ভিউ হোটেল। রাঙ্গা
মাটি যেতে হলে আপনাকে বাস করে যেতে হবে যার ভাড়া পড়বে ১২০০ থেকে ২০০০ এসি
নন এসি। অনেক গুলো পিকনিক এর জন্য জায়গা রয়েছে। আপনারা চাইলেই সেখানে গিয়ে
একসাথে অনেকজন পিকনিক করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের খরচ অনেকাংশেই কমে যাবে।
শেষ কথাঃ বাংলাদেশে সস্তায় ভ্রমণ করার জায়গা সমূহ
বাংলাদেশে সস্তায় ভ্রমণ করার জায়গা সমূহ সম্পর্কে আশা করি ভালো করে জানতে ও
বুঝতে পেরেছেন। আমরা এই আর্টিকেলে অনেক জায়গা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা
করেছি। আপনি চাইলেই সেই সমস্ত জায়গায় খুব অল্প খরচে ভ্রমণ করতে পারবেন। তবে
যেখানেই যান না কেন আপনি যাওয়ার আগে অবশ্যই আপনাকে সেই জায়গা সম্পর্কে ধারণা
নিয়ে নিবেন। তা না হলে আপনি আপনার পছন্দের জায়গায় ঘুরতে গিয়ে টাকার হিসেব
মেলাতে পারবেন না। এই জন্য সকল দিক দিয়ে বিবেচনা করে ভ্রমণে যাওয়ার জন্য
প্রস্তুত হবেন।
আমাদের সাইটের আর্টিকেল গুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই
সাইটটি ফলো করে রাখবেন। আমাদের এই সাইটে আমরা তথ্য প্রযুক্তি, শিক্ষা ও
স্বাস্থ্য, ব্যবসা, অনলাইন ইনকাম, গর্ভকালীন টিপস ইত্যাদি বিষয়ে নিয়মিত
আর্টিকেল প্রকাশ করি। আবারো আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের ওয়েবসাইটের
আর্টিকেল অনেক ধৈর্য সহকারে পড়ার জন্য।
পি এম ড্রিম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url