তারাবির নামাজের নিয়ম কানুন মহিলাদের
প্রিয় পাঠক, শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাই আমাদের এই তারাবির নামাজের নিয়ম কানুন
মহিলাদের আর্টিকেলে। আপনি কি আপনার জীবন-জীবিকা নিয়ে সংশয়ের মধ্যে আছেন? মানসিক
দিক দিয়ে ভেঙ্গে পড়ছেন।
তাহলে দেরি না করে আজ থেকেই শুরু করে দিন প্রতিদিন নিয়মিত নামাজ আদায় করতে। আজ
আমরা তারাবির নামাজ কিভাবে, কখন আদায় করবেন। তার সবকিছুই এই আর্টিকেলে আলোচনা
করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক-
পোস্ট সূচিপত্রঃ তারাবির নামাজের নিয়ম কানুন মহিলাদের
তারাবির নামাজের নিয়ম কানুন মহিলাদের
তারাবির নামাজের নিয়ম কানুন মহিলাদের এই আর্টিকেলে আমরা দেখব যে মহিলাদের নামাজ
আদায়ের ক্ষেত্রে কোন কোন বিষয় রয়েছে যা পুরুষদের নামাজ আদায়ের নিয়ম কানুনের
সাথে মিলে এবং কোনো বিষয় আছে যেগুলো পুরুষদের নামাজ আদায়ের নিয়ম কানুন থেকে
একটু ভিন্ন। আমরা সকলেই জানি যে নামাজ মানেই হলো আল্লাহ্র কাছে দোয়া চাওয়া,
ক্ষমা চাওয়া এবং প্রার্থনা করা। আমাদের সকলের মন পবিত্র করার জন্য নামাজ
প্রয়োজন। কিন্তু নামাজ আদায়ের ক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের কিছু আলাদা নিয়ম
কানুন অনুসরণ করতে হয়। আজকের এই আর্টিকেলে আমরা বিশেষ ভাবে আলোচনা করব যে
তারাবির নামাজ আদায়ের ক্ষেত্রে মহিলাদের নিয়ম কানুন কেমন তা নিয়ে।
আরো পড়ুনঃ
আমরা যারা মহিলা রয়েছি তারা চাইলেই মসজিদে গিয়ে পুরুষদের সাথে একত্রে নামাজ
আদায় করতে পারিনা। যার কারণে আমরা আমাদের নিজের বাড়িতে নির্দিষ্ট স্থানে বা
নির্দিষ্ট ঘরে নামাজ আদায় করতে হয়। মুসলিম জাতি হিসেবে আমাদের প্রত্যেকে
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা উচিত। আর তারাবির নামায হলো সুন্নত নামায। এই তারাবির নামাজ পড়া হয় মূলত এশার নামাজের পর। প্রতিটি
নামাজেরই নির্দিষ্ট রাকাত রয়েছে, তেমনি এই তারাবির নামাজেরও রাকাত রয়েছে। আমরা
অনেকেই নামাজ পড়ি কিন্তু নিজের অজান্তেই ভুল হয়ে যাই যে কোন নামাজ কত রাকাতে
পড়তে হয় বা পড়া উচিত। তারাবির নামাজে সাধারণত ২০টি রাকাত নামাজ আদায় করতে হয়।
এই জন্য আমরা যারা মহিলা রয়েছি তাদের সকলেরই উচিত ২০টি রাকাতে নামাজ আদায় করা।
তারাবির নামাজের গুরুত্ব
আমাদের জীবনে প্রত্যেকটি নামাজেরই যেমন গুরুত্ব রয়েছে, তেমনি তারাবির নামাজেও
ঠিক একই গুরুত্ব রয়েছে। এই তারাবির নামাজ মূলত রমযান মাসে ইফতার করার পর থেকে
শুরু করে রাতের শেষ সময় পর্যন্ত প্রতিদিন রাতে ২০ রাক'আত আদায় করা হয় এবং এটি
আমাদের জীবনের সুন্নত নামাজ হিসেবে গণ্য করা হয়। আমরা অনেকেই জানি যে আমাদের
নবীজি (সা:) তারাবি নামাজ আদায় করেছেন, কিন্তু জামাতে আদায় করতে না চাওয়ার পেছনে
একটা কারণ ছিল। কারণটা ছিল যদি আমাদের নবীজি জামাতে আদায় করতে যেতেন তাহলে
লোকেরা তা ফরজ মনে করতেন, যার জন্য নবীজি জামাতে আদায় করতে চায়নি। কিন্তু পরে
আমরা জানি যে একদা উমর (রা) তারাবি নামাজ জামাতে আদায় শুরু করেন।
তারাবির নামাজের নিয়াত ও উদ্দেশ্য
আমাদের জীবনের প্রত্যেকটি কাজেরই একটি নির্দিষ্ট নিয়াত ও উদ্দেশ্য থাকে। কারণ
নিয়াত ও উদ্দেশ্য ছাড়া আমরা কখনই সফলতা অর্জন করতে পারব না। বাস্তব জীবনে আমরা
যেগুলো কাজকর্ম গুলো করি সেগুলো আমাদের সুখে থাকার জন্য করে থাকি কিন্তু নামাজ
এমন একটি পন্থা বা পথ যা আমাদেরকে পরের জীবনে অর্থাৎ জান্নাতে প্রবেশ করতে
সাহায্য করে। আমাদের এই তারাবির নামাজের মূল উদ্দেশ্যই হলো আল্লাহ্কে সন্তুষ্ট
করা। প্রতিটা কাজের নিয়াত ও উদ্দেশ্যের মতোই তারাবির নামাজেরও উদ্দেশ্য ও নিয়াত সঠিক থাকা অনেক জরুরী। এই সঠিক নিয়াত ও উদ্দেশ্য ছাড়া নামাজ সঠিকভাবে আদায় করা যাবে না।
সেই জন্য রমযান মাসে প্রতি রাত্রে তারাবির নামাজের মূল উদ্দেশ্য হওয়া উচিত
"আল্লাহ্কে সন্তুষ্টি করা"।
তারাবির নামাজ আদায়ের পদ্ধতি
আমরা প্রতিদিন যে সমস্ত কাজকর্ম করে থাকি তার সবগুলোরই একটি পদ্ধতি থাকে বা
পরিকল্পনা থাকে। এই পরিকল্পনা মাফিক কাজ করলে আমরা সহজেই কাজে সফলতা অর্জন করতে
পারি। তেমনি আল্লাহ্কে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে তারাবির নামাজ আদায়ের জন্য
সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। নিচে কয়েকটি পদ্ধতি তুলে ধরা হলো-
১. প্রথমে আমরা তারাবির নামাজের নিয়ত করব ।
২. দুই রাকাত নামাজ আদায়ের পর সালাম ফিরিয়ে সালাত শেষ করবো ।
৩. এভাবে চার রাকাত শেষে মোনাজাত করতে হবে।
৪. এভাবে আমরা মোট ২০ রাকাত সালাত আদায় করব।
৫. তারাবির নামাজ শেষে বেতর সালাত আদায় করতে হবে।
এইভাবে আমরা ধাপে ধাপে তারাবি নামাজ আদায় করলে আমরা আমাদের সৃষ্টিকর্তা
আল্লাহ্কে সন্তুষ্টি করতে পারব। আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন।
তারাবির নামাজের রাকাত
আমরা শুরুতেই আলোচনা করেছি যে তারাবির নামাজ ২০ রাকাতে আদায় করা হয়ে থাকে।
তবে তারাবির নামাজের প্রতি রাকাতে প্রথমে সূরা ফাতেহা এবং অন্য একটি সূরা পাঠ
করা হয়। এই সূরা পাঠ করা মহিলাদের জন্য অত্যাবশ্যক। তবে সূরার মধ্যে যেগুলো
সূরা ছোট এবং সহজ সেগুলো আদায় করাই ভালো। কারণ আপনার নামাজ আদায় যতো ভালো এবং
সঠিক হবে ততো আপনার জন্য মঙ্গল হবে। এই জন্য তারাবির নামাজের রাকাতগুলো অনেক
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তারাবির নামাজের কিছু বিশেষ নির্দেশনা ও গুরুত্বপূর্ণ বিষয়
তারাবির নামাজ আদায়ের ক্ষেত্রে কিছু নির্দেশনা ও গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো
আমাদেরকে খুব সতর্কতার সহিত পালন করতে হয়। সমস্ত নির্দেশনা মেনে নামাজ আদায়
করলে মনে অন্যরকম একটা প্রশান্তি পাওয়া যায়, জোর পাওয়া যায় এবং সবথেকে বড় কথা
হলো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ্কে সন্তুষ্ট করা যায়। তাহলে চলুন দেখি তারাবির
নামাজের বিশেষ নির্দেশনা ও গুরত্বপূর্ণ বিষয় কি কি-
আরো পড়ুনঃ
- মহিলাদের অবশ্যই নামাজের পূর্বে পরিপূর্ণভাবে পর্দা করতে।
- অবশ্যই পাক পবিত্র হয়ে পবিত্র স্থানে নামাজ আদায় করতে হবে।
- যদি আপনার নিকটস্থ কোনো মসজিদে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা থাকে তাহলে মহিলারা মসজিদে যেতে পারেন, তবে ঘরে বা নিজেদের নির্ধারিত স্থানে একাকীত্ব নামাজ আদায় করাই উত্তম।
- তারাবির নামাজে ২০ রাকাত নামাজই নির্দিষ্ট নয় অনেকে আট রাকাত ও পড়তে পারেন।
- তারাবি নামাজের পর বিতর নামাজ আদায় করতে হয়।
তারাবির নামাজের পরিবেশ মহিলাদের জন্য কেমন হওয়া উচিত
প্রত্যেকটা কাজেরই একটা ভালো পরিবেশের দরকার হয়। কাজের জন্য উপযুক্ত পরিবেশ না
হলে কাজ ভালো এবং সঠিকভাবে করা যায় না। তেমনি নামাজ আদায়ের জন্যও ভালো পরিবেশ
থাকাটা বা তৈরি করাটা অত্যন্ত জরুরী। বিশেষ করে মহিলাদের জন্য ভালো পরিবেশ থাকা
অনেক দরকার। নামাজ হচ্ছে পবিত্রতার বিষয়। এর জন্য অবশ্যই আপনাকে আপনার বাড়ি ঘর
সুন্দর করে পরিষ্কার করতে হবে এবং নামাযের জায়গাটা অবশ্যই পরিষ্কার ও পবিত্র হতে হবে।
আর সবথেকে বড় বিষয় হলো নামাজের পরিবেশটা একটু বেশি শান্ত থাকা আবশ্যক কারণ
পরিবেশ যদি শান্ত না হয় তাহলে মহিলারা মনোযোগ দিয়ে নামাজ পড়তে পারবে না। এই
জন্য নামাজ পড়ার পূর্বে নামাজের স্থান ও চার পাশ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন
করে নামাজের উপযোগী করে তুলতে হবে। আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন।
তারাবি নামাজের বিশেষ দোয়া যা সবারই জানা প্রয়োজন
তারাবির নামাজের বিশেষ দোয়া রয়েছে যা আমাদেরই প্রত্যেকেরই জানা প্রয়োজন।
তারাবির নামাজের জন্য অনেক দোয়া রয়েছে যা মহিলারা নামাজের মাঝে বা শেষে করতে
পারবেন। এই গুলো দোয়া আমাদের জীবনের চলার পথে অনেক সহায়তা করে। তাই এই দোয়া
গুলোকে অনেক গুরুত্বের সাথে আমাদের শেখা এবং নামাজের সময় সঠিকভাবে ব্যবহার করা
উচিত। নিচে আমাদের জীবনের জন্য দুটি বিশেষ দোয়া দেওয়া হলো-
আরো পড়ুনঃ
- রব্বানা আত্তিনা ফি দুনিয়া হাসানা ও ফি আখিরাতি হাসানা (হে আমাদের
প্রতিপালক, দুনিয়া ও আখিরাতে আমাদেরকে ভালো দাও।)
- اللهم بلغنا رمضان (হে আল্লাহ, আমাদেরকে রমযান মাস পৌঁছে দাও।) (সংগৃহীত)
এই ধরনের দোয়া তারাবি নামাজের বিশেষ অংশ যা আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন
এবং এর মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করা যায়।
শেষ কথাঃ তারাবির নামাজের নিয়ম কানুন মহিলাদের
তারাবির নামাজের নিয়ম কানুন মহিলাদের এই আর্টিকেলটি অনেক ধৈর্যের সাথে পড়ার
জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। এই আর্টিকেলে আমরা তারাবির নামাজের সকল নিয়ম
কানুন সম্পর্কে আলোচনা করলাম বিশেষ করে মহিলাদের জন্য যেগুলো নিয়ম কানুন আবশ্যক
সেগুলো সুন্দর ভাবে ধাপে ধাপে আলোচনা করা হয়েছে। এর মাধ্যমে আমরা আপনাকে বোঝাতে
চেষ্টা করলাম যে তারাবির নামাজ সুন্নত নামাজ গুলোর মধ্যে অন্যতম। তারাবির
নামাজের নিয়ম-কানুন মহিলাদের জন্য অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর
কাছে গভীর ভাবে আত্মশুদ্ধি হয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদতটি
সঠিকভাবে আদায় করতে পারেন ।
আমাদের এই পি এম ড্রিম আইটি সাইটে ইসলামিক পোস্ট, শিক্ষা ও স্বাস্থ্য, তথ্য ও
প্রযুক্তি, ব্যবসা, অনলাইন ইনকাম সম্পর্কে নিয়মিত পোস্ট করে থাকি যেগুলো আপনার
জীবন পরিবর্তনে অনেক পরিবর্তন আনবে। আমাদের তথ্য সম্পর্কে যদি কোনো ভুল থেকে
থাকে তাহলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। এবং প্রতিদিন
নিত্যনতুন আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের এই সাইটটি ফলো করে আমাদের সাথেই
থাকুন। ধন্যবাদ।
পি এম ড্রিম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url